কাপাসিয়ায় বাল্যবিয়ে : কন্যার বাবা ও ঘটক দণ্ডিত
নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় বাল্যবিয়ের দায়ে কন্যার বাবাকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে বিয়ের ঘটক ও সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন কাজলকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বৃহস্পতিবার রাতে তার কার্যালয়ে আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, পাঁচুয়া গ্রামের দুলাল মিয়ার কন্যা (১৪) স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। আড়ালিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাসুমের সাথে তার বিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে দুলাল মিয়াকে ধরে আনার নির্দেশ দেন ইউএনও। পরে টোক পুলিশ ফাঁড়ির এসআই বছির উদ্দিন তাকে আটক করেন।