কাপাসিয়ায় মাদ্রাসা ছাত্রের ওপর নিষ্ঠুরতা, পুলিশ নীরব
হাসিব খান : গাজীপুরের কাপাসিয়ায় ডিম চুরির অভিযোগ তুলে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে।
অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
আহত রাহাত হোসেন (১৪) উপজেলার টোক ইউনিয়নের ভেঙ্গুরদী গ্রামের আবু সাহিদের ছেলে ও পূর্ব লোহাদী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
এ ঘটনায় তার মা গত শুক্রবার চারজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
অভিযোগে বলা হয়, রাহাত গত ১৯ আগস্ট রাতে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফিরছিল। এ সময় প্রতিবেশী পোলট্রি ফার্মের মালিক এখলাস উদ্দিন গং তাকে রশি দিয়ে বেঁধে বাড়ির ছাদে নিয়ে মারপিট করে।
রাহাতের মা বিলকিস আলোকিত নিউজকে জানান, পোলট্রির বিষ্ঠা ফেলা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মুরগি ও ডিম চুরির নাটক সাজিয়ে তার ছেলেকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।
অভিযুক্ত এখলাস দাবি করেন, তার পোলট্রি থেকে প্রায়ই মুরগি ও ডিম চুরি হয়। ওই রাতে রাহাতকে দুটি মুরগি ও এক কেস ডিমসহ ধরে চড়-থাপ্পড় দিয়েছেন।
টোক পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিদ্দিকুর রহমান আলোকিত নিউজকে বলেন, এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি, রাহাত পেশাদার চোর নয়। তাকে মারপিট করা হয়েছে।