শ্রীপুরে ৪৮টি মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শনিবার উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, দুর্গোৎসবকে ঘিরে আনন্দের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। মন্দিরগুলোতে জমে উঠছে পূজার আমেজ।
বরমী বাজার পালবাড়ী সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি আশিস পাল বলেন, প্রতিটি মন্দিরে মূর্তি তৈরিতে খরচ পড়ছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল কর বলেন, ২৫ সেপ্টেম্বর দুর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল ও বাঁশি বাজবে প্রতিটি মন্ডপে।
উপজেলা সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপের নামের তালিকা অনুযায়ী এবার ৪৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রতিটি মন্দিরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।