সাঁতরে মসজিদে যাওয়া ইমাম পেলেন নৌকা

আলোকিত প্রতিবেদক : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকায় অনেকের বাড়িঘর ঘূর্ণিঝড় ইয়াসে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানিতে ডুবে গেছে।

সেখানকার হাওলাদার বাড়ি জামে মসজিদ টিকে থাকলেও খোলপেটুয়া নদীর জোয়ারের পানিতে চারদিক থইথই।

এ অবস্থায় আজান ও পাঁচ ওয়াক্ত নামাজ অব্যাহত রাখতে সাঁতরে মসজিদে যান ইমাম মইনুর রহমান।

সম্প্রতি তার এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন তাকে একটি নৌকা ও নগদ টাকা দেয়।

এলাকাবাসী জানান, কষ্ট হলেও মুসল্লিরা জুমার দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। মসজিদের ভেতরে পানি উঠলে ইমাম মইনুর রহমান ছাদে নামাজ পড়েন।

ভিডিও ধারণকারী প্রভাষক ইদ্রিস আলী জানান, তিনি কৌতূহলবশত ভিডিও ধারণ করে তার ফেসবুকে আপলোড করলে কয়েক লাখ ভিউ হয়। ভিডিওটি দেখে অনেকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

হাফেজ মইনুর রহমান জানান, তার সাথে এখন মুসল্লিরা নৌকায় করে মসজিদে যাচ্ছেন। সবাই দোয়া করবেন মসজিদটি যেন টিকে থাকে।

আরও খবর