গাজীপুরে অবৈধ দখল ছাড়তে হামজা গ্রুপকে সওজের নোটিশ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অবৈধ দখল ছাড়তে হামজা গ্রুপকে নোটিশ দিয়েছে জেলা সড়ক ও জনপথ।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শামসুদ্দোহা বিষয়টি আলোকিত নিউজকে জানান।
জেলা সদরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সওজের মূল্যবান এক বিঘা জমি দখল করেছে হামজা গ্রুপ।
প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেম আইন-কানুনের তোয়াক্কা না করে আরও সরকারি জমি গ্রাস করছেন।
ঘটনাটির ওপর গত ২৪ সেপ্টেম্বর আলোকিত নিউজ ডটকমে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে তৎপর হয় সড়ক ও জনপথ অধিদপ্তর।
প্রকৌশলী শামসুদ্দোহা আলোকিত নিউজকে বলেন, ভরাট করা অংশ অবশ্যই আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এরপরও যদি না সরে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, লিজের জন্য হামজা গ্রুপের একটি আবেদন দেওয়া আছে। কিন্তু আবেদন থাকলেই তো আমরা পুরোটা দিতে পারি না।
যেভাবে দখল :
হামজা গ্রুপের প্রস্তাবিত পোশাক কারখানার জন্য সেখানে পৌনে দুই একর নিচু জমি বালু ফেলে ভরাট করা হয়েছে। চারপাশে নির্মাণ করা হচ্ছে সীমানা প্রাচীর।
এর মধ্যে সওজের কিছু জমি সীমানা প্রাচীরের ভেতরে পড়েছে। সংযোগ সড়কের নামে ভরাট করা হয়েছে এক বিঘা জমি।
সওজের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৪ অনুযায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠান যাতায়াতের প্রবেশ পথের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে সর্বোচ্চ ২৪ ফুট পর্যন্ত জমি লিজ পেতে পারে।
অথচ মহাসড়ক থেকে হামজা গ্রুপের দখলীয় অংশের দৈর্ঘ্য আনুমানিক ১৫০ ফুট ও প্রস্থ ১০০ ফুট।
সওজের নকশা অনুযায়ী নিজস্ব জমিতে ড্রেন নির্মাণ না করায় বর্ষায় জলাবদ্ধতারও আশঙ্কা করা হচ্ছে।