গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর ফাঁসি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

নিহত আনোয়ারা বেগম (৩৫) মহানগরীর বাইমাইল পশ্চিমপাড়া এলাকার মৃত নোয়াব আলীর মেয়ে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়নাল হক (৩৫) একই এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি ঘরজামাই ছিলেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপরাধ গোপনের দায়ে ২০১ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, আনোয়ারা প্রথম সংসার ত্যাগ করে ছেলে আনোয়ারকে নিয়ে আয়নালকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারেও আলী নামে ছেলে সন্তান জন্ম নেয়। পরে আনোয়ারকে মেনে নিতে না পারায় আয়নালের সাথে তার ঝগড়া শুরু হয়।

আয়নাল এক পর্যায়ে আলীর নামে জমি লিখে দিতে চাপ দেন। আনোয়ারা তাতে রাজি না হওয়ায় ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে তাকে প্রথমে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে শ্বাসরোধে হত্যা করে আয়নাল মোটরসাইকেলের পেট্রোল ঢেলে লাশে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় কোনাবাড়ি ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। থানা, ডিবি, সিআইডি ও পিবিআইয়ের তদন্ত শেষে অপর আসামি আনোয়ারার ভাই আমজাদ হোসেন আঞ্জু অব্যাহতি পান।

আরও খবর