রাণীনগরে কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারওয়ারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা প্রমুখ।
কৃষি মন্ত্রণালয়ের কমন ইন্টারেস্ট গ্রুপের আওতায় উপজেলার ১৫০ জন কৃষক-কৃষাণিকে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রযুক্তি ও জৈবিক উপায়ে ফসল উৎপাদন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।