গাজীপুরে জমি রেজিস্ট্রির মূল্য কমানোর দাবিতে মানববন্ধন
সুজন বিশ্বাস : গাজীপুরে জমি রেজিস্ট্রির মূল্য বৃদ্ধি পেয়েছে।
এতে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিভিন্ন মৌজায় জমির সরকার নির্ধারিত মূল্য কমিয়ে বর্তমান বাজারমূল্যের সাথে সমন্বয় করার দাবিতে মানববন্ধন করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার মহানগরীর রাজবাড়ি রোডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মো. রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলিল লিখক সমিতির সভাপতি মজিবুর রহমান, আমজাদ হোসেন, আবদুল গফুর, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জমির সরকার নির্ধারিত মূল্য বেশি হওয়ায় রেজিস্ট্রি কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইজিআর বরাবর স্মারকলিপি প্রদান করেন।