সিরিয়ায় রুশ বিমান হামলায় ২০০ বেসামরিক মানুষ নিহতের দাবি অ্যামনেস্টির
ডেস্ক নিউজ : সিরিয়ায় আইএস জঙ্গি দমনে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।
গত ৩০ সেপ্টেম্বর থেকে তা শুরু হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করছে, রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
বিষয়টি বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত হয়েছে।
অ্যামনেস্টি বলছে, তারা রাশিয়ার চালানো ২৫টির বেশি হামলা পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়া ব্যর্থ হয়েছে।
পশ্চিমাদের অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রক্ষায় তার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও হামলা চালাচ্ছে রাশিয়া।
তবে রাশিয়া বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।