জঙ্গি কানেকশন : ঢাকা ছাড়লেন পাকিস্তানের ফারিনা
নিজস্ব প্রতিবেদক : জঙ্গি কানেকশনে জড়িত থাকার অভিযোগ উঠায় কূটনীতিক ফারিনা আরশাদকে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান।
ফারিনা ঢাকায় পাকিস্তান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির (রাজনৈতিক) দায়িত্বে ছিলেন।
তিনি বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা ছাড়েন বলে ইমিগ্রেশন পুলিশ সাংবাদিকদের জানায়।
এর আগে একই অভিযোগে আরেক কর্মকর্তা মাযহার খানকে বহিষ্কার করে বাংলাদেশ।
গত ২৮ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে চার জেএমবি গ্রেফতার হয়। এর মধ্যে পাকিস্তানের পাসপোর্টধারী ইদ্রিস শেখ ও মকবুল শরীফ আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে ফারিনার ভয়ংকর জঙ্গি কানেকশনের বর্ণনা দেন।
সরকারি সূত্র জানায়, ফারিনা জঙ্গি তৎপরতার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি অভ্যন্তরীণ মুদ্রাবাজার ধ্বংস করে দেওয়ার পরিকল্পনাও করছিলেন।