যুক্তরাষ্ট্রের আর কোন প্রস্তাব মানবে না ফিলিস্তিনিরা
ডেস্ক নিউজ : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়েছে, এরপর ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের আর কোন শান্তি প্রস্তাব মেনে নেবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে এই শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে অসততার পরিচয় দিয়েছে, সেটা প্রমাণিত।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রস্তাব পাস হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ মাত্র নয়টি দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
সূত্র : বিবিসি বাংলা।