জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের শত ভাগ চিকিৎসা বিনামূল্যে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের সব স্থানে বীর মুক্তিযোদ্ধারা বিনামূলে শত ভাগ চিকিৎসাসেবা পাবেন। ওষুধ, টেস্ট, এক্স-রেসহ যা যা প্রয়োজন, সবই বিনামূল্যে দেওয়া হবে।

তিনি বলেন, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। আগামী জানুয়ারি থেকে এটা কার্যকর হবে।

বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া ঘর করে দেওয়া হবে বীর মুক্তিযোদ্ধাদের।

আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট স্থান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে সংরক্ষণ করতে চাই। যেখানে মানুষ গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।

সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সংরক্ষিত আসনের সাংসদ জিন্নাতুল বাকিয়া প্রমুখ।

আরও খবর