স্পিকার ও এমপিদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন-ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করে দুটি বিল উত্থাপিত হয়েছে।

রবিবার রাতে জাতীয় সংসদে বিল দুটি উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এতে স্পিকারের মাসিক বেতন ৫৭ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ১২ হাজার টাকা, ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা ও সংসদ সদস্যদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।