কাপাসিয়ায় ১৫৭ শিক্ষকের পদ শূন্য : পাঠদান ব্যাহত

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৭টি পদ শূন্য রয়েছে।

এ ছাড়া মাতৃত্বকালীন ও অন্যান্য ছুটিতে রয়েছেন প্রায় ২০ জন শিক্ষক।

উপজেলার মেরুয়া, নাসেরা, রায়েদ, আমরাইদ, দিগধা, সরসপুর, বড়চালা, নামিলা, টোক, আড়ালিয়া, কাশেরা, নয়াসাংগুন, সিংগুয়া, কুশদী, পাঁচুয়া, পেঁচুরদিয়া ও চন্ডালহাতাসহ ৫২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

বিশেষ করে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের রায়েদ ইউনিয়নে প্রধান শিক্ষকের সাতটি পদ শূন্য আছে।

এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, প্রধান শিক্ষকের ৫২টি ও সহকারী শিক্ষকের ১০৫টি পদ শূন্য। প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। নিয়োগ জটিলতায় কিছু করা যাচ্ছে না।

উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমতাজ উদ্দীন বলেন, ২০১৪ সাল থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে।

প্রাথমিক শিক্ষক সমিতির গাজীপুর শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম খান বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকা শিক্ষার মান উন্নয়নে বড় বাধা।

আরও খবর