সাগর-রুনি হত্যাকাণ্ড : চার্জশিট দাখিলে ‘ব্যর্থতা ৮৪ বার’
আলোকিত প্রতিবেদক : বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন এবারও আদালতে দাখিল হয়নি।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরিকুল ইসলাম র্যাবকে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দিয়েছেন।
এ নিয়ে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮৫ বার সময় দিলেন।
এর আগে র্যাবের এএসপি খন্দকার শফিকুল আলম আদালতে সময় বৃদ্ধির আবেদন করেন।
গত ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার সাংবাদিক রুনির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, আবু সাঈদ, বাড়ির নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল ও এনামুল হক এবং সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভীর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
তাদের মধ্যে পলাশ পাল ও তানভীর জামিনে আছেন। বাকি ছয়জন এখনো কারাগারে।