যুদ্ধাপরাধী মীর কাসেমের আপিলের রায় ৮ মার্চ

আলোকিত প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের রায় আগামী ৮ মার্চ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

এর আগে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ সময় তিনি মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখার আরজি জানান।

এরপর আসামি পক্ষে যুক্তি খন্ডন করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আরও খবর