কাপাসিয়ায় ইউএনওর অভিযানে বালুদস্যু রফিকের পলায়ন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় বালুদস্যু রফিকের বালুমহালে অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা টোকনগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিতি টের পেয়ে রফিক ও শফিকের লোকজন অবৈধভাবে বালু উত্তোলনের বলগেট নিয়ে পালিয়ে যান।
পরে উলুসারা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ১৫ হাজার টাকার বালু ও ট্রলারসহ একজনকে আটক করা হয়।
গফরগাঁওয়ের পাগলা থানার কুরচাই এলাকার সেলিম রহমান কর্মচারী দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
ইউএনও আলোকিত নিউজকে জানান, বালুমহাল ব্যবস্থাপনা আইনে রনির কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি আলোকিত নিউজ ডটকমে বালুদস্যু রফিকের দাপট নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।