কাপাসিয়ায় খালের মাটি কাটায় ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা
মাহাবুর রহমান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে সরকারি খালের মাটি কাটায় এক ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম অভিযান পরিচালনা করেন।
এ সময় ভেকু মালিক আবু তাহেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা ও তিনটি ট্রলি জব্দ করা হয়।
এসিল্যান্ড আলোকিত নিউজকে জানান, মাটি কেটে ভিজিএল ইটভাটায় নেওয়া হয়। ভাটার সহকারী ম্যানেজার রাকিবুল ইসলাম আগামী সোমবার বৈধ কাগজপত্র দেখাবেন মর্মে মুচলেকা দিয়েছেন।
তিনি আরও জানান, মালিক পক্ষ কাগজপত্র দেখাতে না পারলে ওই ইটভাটায় পুনরায় অভিযান চালানো হবে।