গাজীপুরের সাফারি পার্কের এসিএফ ও ইজারাদার মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দাবির অভিযোগ উঠেছে।
এ নিয়ে গত ২১ ফেব্রুয়ারি ইজারাদার ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় পাল্টাপাল্টি সাধারণ ডাইরি করেছেন।
ইজারাদার আজাহারুল ইসলাম দাবি করেন, তিনি নীতিমালা অনুযায়ী পার্কের সকল দায়িত্ব পালন করলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রায় সময় টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
গত ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন থাকায় পার্কে বিপুল দর্শনার্থীর সমাগম হয়। বিকেল সাড়ে চারটার দিকে দর্শনার্থীদের ভেতরে রেখেই মেইন গেট বন্ধ ও তাকে মারধর করা হয়।
এ ব্যাপারে তবিবুর রহমান বলেন, টাকা দাবি ও মারধরের অভিযোগ সঠিক নয়। নির্ধারিত সময়ের পরও ইজারাদার গেট বন্ধ না করায় কথা কাটাকাটি হয়েছে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, উভয় পক্ষের জিডির আবেদন রেকর্ডভুক্ত করে তদন্ত করা হচ্ছে।