সার্চ কমিটির সুপারিশে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব : রাষ্ট্রপতি
আলোকিত প্রতিবেদক : সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সার্চ কমিটি বঙ্গভবনে ১০ জনের নামের তালিকা জমা দেয়।
প্রস্তাবিত এই তালিকা থেকে নতুন নির্বাচন কমিশন গঠনে সিইসিসহ পাঁচজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জানান, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী ও সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি আশা করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। যারা আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবেন।