সেনানিবাস এলাকায় কলেজ ছাত্রী তনুকে ধর্ষণ ও হত্যা : বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

আলোকিত প্রতিবেদক : গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের সংরক্ষিত এলাকায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গণধর্ষণের পর হত্যা করা হয়।

এ ঘটনায় ফেসবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে।

বুধবার হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, ক্যান্টনমেন্টের মত একটি নিরাপত্তা বলয়ের মধ্যে তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। তাহলে রাষ্ট্রে নিরাপত্তা কোথায়? আর কত তনু চলে গেলে আমরা তাদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব?

এ সময় বক্তারা তনুর হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও খবর