ভিশন-২০২১ ধরেই এগিয়ে যাচ্ছি : স্বাধীনতা পদক প্রদানকালে প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক এ পদক তুলে দেন।
পদকপ্রাপ্তরা হলেন : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রয়াত বিজ্ঞানী মাকসুদুল আলম, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি নির্মলেন্দু গুণ ও সৈয়দ হাসান ইমামসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ নৌবাহিনী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে ওঠে এসেছে। আমরা ভিশন-২০২১ ধরেই এগিয়ে যাচ্ছি।