শেখ হাসিনার মত নেতা পাওয়া মানুষের সৌভাগ্য : ভুটানের প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং শিক্ষা জীবনের একটি অংশ বাংলাদেশে কাটিয়েছেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসে তিনি বাংলাদেশকে নিজের ‘সেকেন্ড হোম’ হিসেবে তুলে ধরেন।

বুধবার ‘মুজিব চিরন্তন’-এর অষ্টম দিনের আয়োজনে লোটে শেরিং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ দিন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা জানান।

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সাফল্য এসেছে। ৫০ বছর ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।

শেখ হাসিনাকে মায়ের চোখে দেখার কথা জানিয়ে তিনি বলেন, এই দেশের মানুষের সৌভাগ্য যে তারা শেখ হাসিনার মত একজন নেতা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের আগেই রেডিওতে ভুটানের স্বীকৃতি দেওয়ার খবরটি শোনা ছিল এক অনন্য মুহূর্ত। ভুটান বাংলাদেশের প্রাচীন বন্ধু।

ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, লোটে শেরিং শুধু ভুটানের না, তিনি বাংলাদেশেরও। দুই দেশ একে অপরের সহযোগিতা করে যাচ্ছে।

আরও খবর