কারাদণ্ডের রায়ের পর রাহুল গান্ধীকে এমপি পদ থেকে অযোগ্য ঘোষণা
ডেস্ক নিউজ : ভারতের বিরোধী দলীয় নেতা ও ন্যাশনাল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এরই প্রেক্ষিতে তাকে লোকসভার এমপি পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
শুক্রবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, কেরালার ওয়েনাড সংসদীয় এলাকার প্রতিনিধিত্বকারী রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ায় বিধান অনুসারে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তা কার্যকর হবে ২৩ মার্চ থেকে।
এর প্রতিক্রিয়ায় প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি বলেছেন, লোকসভা সচিবালয় কোন এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এটি করতে হয়।
কংগ্রেসের এমপি শশী থারুর বলেছেন, আদালতের রায়ের ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপটি দেখে আমি হতবাক। এটি আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
বিজেপি বলছে, রাহুল গান্ধী ২০১৯ সালে ‘চোর’ মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রদায়কে অপমান করেছেন। বৃহস্পতিবার গুজরাটের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
উল্লেখ্য, রায় ঘোষণার সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। তিনি এক মাসের জন্য জামিন পেয়েছেন।