কাপাসিয়ায় বালুদস্যুতা : কৃষক লীগ নেতা কারাগারে
আলোকিত প্রতিবেদক : বালু লুটের মামলায় কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ফারাহ মামুন জামিন নামঞ্জুর করেন।
অভিযুক্ত মাহবুবুল আলম বাবলু উপজেলা সদরের রাউৎকোনা গ্রামের মৃত মমতাজ উদ্দিন প্রধানের ছেলে।
অপর আসামিরা হলেন কাপাসিয়া মধ্যপাড়ার সমীর সরকারের ছেলে সাইফুল, আলাউদ্দিনের ছেলে জামান, দস্যুনারায়ণপুরের ফাইজ উদ্দিনের ছেলে মতিউর, সিরাজুল হকের ছেলে ইলিয়াস ও কালীগঞ্জের গুনুপাড়ার ফাইজ উদ্দিনের ছেলে আনিস।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা গত বছর বাঘিয়া মৌজার বানার নদী থেকে দৈনিক ২৪ হাজার ঘনফুট করে ১২ লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রি করেন। যার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তখন দুটি ড্রেজারসহ সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় তরগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবলু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০ (৬) ১৭।
পরে কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান গত ৭ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।