কাপাসিয়ায় ঋণে হয়রানি বন্ধসহ কৃষকদের ৬ দফা
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : বাংলাদেশ কৃষক সমিতির কাপাসিয়া শাখার সদস্যরা ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলো হল বিএডিসির মাধ্যমে সার-বীজ-কীটনাশক ও ভেজাল সার প্রদানের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি ঋণে ব্যাংকের হয়রানি ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার, ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ম ও দুর্নীতি বন্ধ, প্রতি উপজেলায় সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, রায়নন্দা-পানবরাইদ রাস্তা পুনর্নির্মাণ এবং শস্যবিমা চালু ও কৃষি উপকরণের দাম কমানো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক সমিতির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জুপিটার, সদস্যসচিব দুলাল সিকদার, উপজেলা সভাপতি মাতাবুর রহমান, সাধারণ সম্পাদক সিদ্দিক ফকির, সদস্য হাবিবুর রহমান, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল কাদের প্রমুখ।