রানা প্লাজা ট্র্যাজেডি : ৮ বছরেও বিচার হয়নি সোহেল রানার

আলোকিত প্রতিবেদক : ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে তাজরিন ফ্যাশনের এক হাজার ১৩৫ শ্রমিক নিহত ও অনেকে আহত হন।

দিনটি স্মরণে জাতীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জ্বালন এবং হতাহতদের ক্ষতিপূরণ ও মালিক সোহেল রানার বিচারের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

কর্মসূচিতে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের আট বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালিকের শাস্তি হয়নি। এটি নিছক কোন দুর্ঘটনা নয়, অবহেলাজনিত শ্রমিক হত্যা।

নিহত ও আহতদের পরিবারকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হলেও আইএলও কনভেনশন অনুযায়ী বেশিসংখ্যক শ্রমিক এখনো ক্ষতিপূরণ পাননি। শত শত শ্রমিক পঙ্গুত্ব বরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন, সহ-সভাপতি সাফিয়া পারভীন, কবির হোসেন, সাধারণ সম্পাদক আরিফা আক্তার প্রমুখ।

আরও খবর