কাপাসিয়া পল্লী বিদ্যুৎ অফিসে সাংবাদিককে আটকে মারপিট
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া পল্লী বিদ্যুৎ অফিসে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আহত মাহমুদুল হাসান দৈনিক কালের কণ্ঠের জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি।
এ ঘটনায় ডিজিএম রুহুল আমীন ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মাহমুদুল হাসান জানান, দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামের মাইন উদ্দিন বেপারীর একটি মিটারে ৩১ হাজার ৮৩০ টাকার ভুতুড়ে বিল এসেছে। এ নিয়ে ফেসবুকে লাইভ করা হয়।
রবিবার বিকেলে গ্রাহককে নিয়ে তিনি কাপাসিয়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রুহুল আমীনের কাছে বক্তব্য জানতে চান। এতে ডিজিএম উত্তেজিত হয়ে দরজা আটকে কর্মচারীদের নিয়ে তাদের মারপিট করেন।
এক পর্যায়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ব্যাপারে ডিজিএম রুহুল আমীন দাবি করেন, পুকুরে পানি সেচের কারণে ওই গ্রাহকের বিল বেশি এসেছে। সাংবাদিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।