মেজর সিনহা হত্যাকাণ্ড : এএসআই সাগরের আত্মসমর্পণ
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা হত্যা মামলার আসামি এএসআই সাগর দে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পিপি ফরিদুল আলম চৌধুরী জানান, টেকনাফ থানার কনস্টেবল সাগর ১০ মাসেরও বেশি সময় পলাতক ছিলেন। মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র্যাব।
গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করে পুলিশ।