সারা দেশ যে কোন সময় শাটডাউনের ঘোষণা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : সারা দেশ কমপক্ষে ১৪ দিনের জন্য সম্পূর্ণ শাটডাউন করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, এই ধরনের প্রস্তুতি আছে। যে কোন সময় সরকার তা ঘোষণা দেবে।
এর আগে করোনা ভাইরাসের বিস্তার ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেছেন, শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮১ জনের মৃত্যু ও ছয় হাজার ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।