গাজীপুরের মনিপুরে ভুয়া ডাক্তার জয়নালের অপচিকিৎসা!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের মনিপুরে ভুয়া ডাক্তার আজিজুল হক জয়নালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে।
তার প্রতারণার শিকার হয়ে একাধিক রোগী আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জেলা সদরের মনিপুর বাজারের পূর্ব পাশে ইউটা গার্মেন্টসের সাথে মা মেডিকেল এন্ড ডেন্টাল কেয়ার সেন্টার। এর মালিক ওই জয়নাল। নামের আগে ডাক্তার। নিচে ডিগ্রি চারটি। ডিএমএ, ডিইউএমএস, টিএইচসিএইচ ও ডিএইচএমএস।
ডিএমএ ছাড়া বাকি তিনটির পাশে লেখা অধ্যয়নরত। বিশেষজ্ঞ সেজে চলছে প্রতারণা ব্যবসা। কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের লোকজন না বুঝে তার কাছে যাচ্ছেন।
ইউটা গার্মেন্টসের শ্রমিক আবদুস সোবহান অভিযোগ করেন, তিনি যৌন সমস্যায় ভুগছিলেন। পরে সুপারভাইজার শফিকুল ইসলামের মাধ্যমে জয়নালের কাছে যান। সেখানে তাকে প্রেসক্রিপশনে লিখে ও হাতে তৈরি করা ওষুধ কয়েক দফা দেওয়া হয়। কিন্তু কোন কাজ হয়নি।
এরপর সোবহানের রক্ত পরীক্ষা করা হয়। রক্তে সমস্যা না পেয়ে যৌনাঙ্গে পাথর হয়েছে জানিয়ে পরীক্ষা করতে বলেন। সে পরীক্ষায়ও কিছু ধরা পড়েনি।
সোবহান আলোকিত নিউজকে বলেন, জয়নালের ওষুধ খেয়ে আমার কিডনিতে সমস্যা হয়েছে। আমি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান রতনের কাছে চিকিৎসা নিচ্ছি।
তিনি আরও বলেন, জয়নাল আমাকে সুস্থ করার কথা বলে ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। আমি তার প্রতারণার বিচার চাই।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জয়নাল আলোকিত নিউজকে বলেন, ডাক্তার শুধু চিকিৎসা দিতে পারে। রোগ ভাল করতে পারে না।
ডাক্তার হিসেবে বিএমডিসির সনদ আছে কি না, প্রশ্নের জবাবে বলেন, সনদ নেই। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।
আইন অনুযায়ী এমবিবিএস ও বিএমডিসির সনদ ছাড়া ডাক্তার শব্দ ব্যবহার ও প্রেসক্রিপশন করা দন্ডনীয় অপরাধ। বিষয়টি জানালে তিনি বলেন, এক দিন সময় দেন। আমি আপনার সাথে দেখা করে কথা বলব।