প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ আগস্ট আলোকিত নিউজ ডটকমে ‘গাজীপুরের ভবানীপুর বিটে ৮ কোটি টাকার বনভূমি দখল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ব্যাপারে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন সদর উপজেলার বানিয়ারচালা এলাকার রফিকুল ইসলাম মাস্টার।

এতে বলা হয়, মাহনা ভবানীপুর মৌজার এসএ ৬৭৫ এবং আরএস ২৫৯৬, ২৫৯৭, ২৫৯৮, ২৫৮৯ ও ২৫৯১ নং দাগের জমি আমাদের ভোগদখলীয় পৈতৃক সম্পত্তি। এটি ভুলবশত বন বিভাগের নামে গেজেটভুক্ত হয়েছে।

উক্ত দাগে বহু বছর আগে থেকে শত শত বাড়িঘর তৈরি হয়েছে। আমরা নতুন করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করিনি। পুরনো কিছু স্থাপনা মেরামত করা হয়েছে।

আমি শান্তিপ্রিয় লোক। আমাদের একটি মামলা গাজীপুর আদালতে চলমান আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আমাদের দাগটি গেজেটমুক্ত করার জন্য ইতিপূর্বে জেলা প্রশাসন ও সংসদ সদস্য মহোদয়ের সুপারিশ সংবলিত প্রতিবেদন ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অচিরেই অবমুক্ত হবে বলে আশা করছি।

আমার বিপক্ষের কেউ হয়তো সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে প্রভাবিত করেছে। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

আরও খবর