এক বছরের মধ্যে করোনা মহামারি স্বাভাবিক হবে : মডার্নার সিইও

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানস ব্যানসেল বলেছেন, এক বছরের মধ্যে করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরবে।

সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ব্যানসেল বলেন, গত ছয় মাসে টিকা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির দিকে তাকালে দেখা যাবে, আগামী বছরের মাঝামাঝিতে পর্যাপ্ত পরিমাণ করোনার টিকা সহজলভ্য থাকবে।

তাতে বিশ্বের প্রত্যেককে টিকা দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে বুস্টার ডোজও দেওয়া সম্ভব হবে।

সিইও আরও বলেন, যারা টিকা পাবেন না, তাদেরও প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। কারণ করোনার ডেল্টা ধরন অত্যন্ত সংক্রামক।

এভাবেই আমরা মহামারি পরিস্থিতিকে সাধারণ ফ্লু পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হব। হয় আপনি টিকা নিয়ে ভালোভাবে শীতকাল পার করবেন, না হয় অসুস্থ হবেন।

আরও খবর