শ্রীপুরের মুলাইদে ‘৭ তলা বাড়ি ঘেঁষে’ মার্কেট নির্মাণ
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ক্ষতির উদ্দেশে ভবন ঘেঁষে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ মধ্যপাড়া এলাকায় এ বিতর্কিত নির্মাণ কাজ চলছে।
সরেজমিনে জানা যায়, স্থানীয় নুরুল ইসলামের সাথে প্রতিবেশী হারেছ উদ্দিন গংয়ের বিরোধ রয়েছে। হারেছ দুই মাস আগে নুরুল ইসলামের সাত তলা বাড়ির উত্তর পাশ ঘেঁষে আধা পাকা মার্কেট নির্মাণ শুরু করেন।
ফলে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় ক্ষতির আশঙ্কা করছেন নুরুল ইসলাম। একই সাথে চার ইউনিটের বাড়িটির উত্তর পাশে কোন সমস্যা দেখা দিলে কারও ঢোকারও সুযোগ নেই।
এ ঘটনায় তিনি গত ১৪ অক্টোবর ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না।
নুরুল ইসলাম অভিযোগ করেন, মার্কেটটি নির্মাণে নিয়ম মানা হচ্ছে না। তার বাড়ির ক্ষতির উদ্দেশে তিন ফুটের স্থলে এক ফুট জায়গাও রাখা হয়নি।
এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে মার্কেটের অংশে কিছু জমি রয়েছে দাবি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মোকদ্দমা করেছেন নুরুল ইসলাম। মোকদ্দমা নং ৩৯৬/২০।
আদালতের নির্দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জমিতে ১৪৫ ধারা জারি করেছে পুলিশ।