ভাত কম খেয়ে পুষ্টিকর খাবার বেশি খেতে হবে : কৃষিমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, আমরা অনেক বেশি ভাত খাই। যদি এই খাওয়া কমাতে পারি, তাহলে চালের চাহিদা অনেকটাই কমে যাবে।
বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা একেকজন দিনে প্রায় ৪০০ গ্রাম চাল খাই। পৃথিবীর অনেক দেশে ২০০ গ্রামও খায় না।
রবিবার রাজধানীতে দৈনিক বণিক বার্তা ও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত কৃষি সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এই করোনাকালেও দেশের কোন মানুষ না খেয়ে নেই। আমাদের আজকের চ্যালেঞ্জ বাংলাদেশকে পুষ্টি-জাতীয় নিরাপদ খাদ্যে নিয়ে যেতে চাই।
কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি করতে হবে। আগামী পাঁচ থেকে ছয় বছর পর সারা বছর দেশে আম পাওয়া যাবে।