রোহিঙ্গাদের নির্মূলে হত্যা-ধর্ষণ-লুটপাট চালাচ্ছে মিয়ানমার

ডেস্ক নিউজ : মিয়ানমার জাতিগতভাবে মুসলিম রোহিঙ্গাদের নির্মূল করতে তাদের ওপর হত্যা-ধর্ষণ-শিশু নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার মুখপাত্র জন ম্যাককিসিক বিবিসির কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষীরা মিলে এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের হিসাবে সাম্প্রতিক সহিংসতায় ৮৬ জনের প্রাণহানি হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৩০ হাজার মানুষ।

এর আগে ২০১২ সালে উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের তান্ডবে প্রায় ২০০ রোহিঙ্গা হত্যার শিকার হয়। ঘর ছাড়তে বাধ্য হয় লক্ষাধিক মানুষ।

আরও খবর