নেত্রকোনায় বারী সিদ্দিকীর অসমাপ্ত বাউলবাড়ি

আলোকিত প্রতিবেদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী (৬৩) তার স্বপ্নের বাউলবাড়ির কাজ সম্পন্ন করে যেতে পারেননি।

তবে তা এগিয়ে নেওয়ার কথা বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংস্কৃতি কর্মীরা।

নেত্রকোনা সদরের রৌহা ইউনিয়নের কারলি গ্রামে প্রায় এক যুগ আগে ১২০ শতাংশ জমিতে বাউলবাড়ির কাজ শুরু হয়।

সেখানে পুকুরের ওপর ঘর, মসজিদ ও বাউলদের থাকার ঘর করার পরিকল্পনা করেন তিনি।

বারী সিদ্দিকীর জন্মস্থান জেলা সদরের মৌগাতি ইউনিয়নের ফচিকা গ্রাম।

শ্বশুরবাড়ি সূত্রে ওই গ্রামে বাউলবাড়ির নির্মাণ কাজ শুরু করেন তিনি।

গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে বারী সিদ্দিকীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে যান তিনি।

আরও খবর