গাজীপুরে মুদি দোকানে মিলল ‘কাবিখার ৫০ বস্তা চাল’
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির ৫০ বস্তা চাল মুদি দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের মাসুমের দোকান থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বিদ্যুৎ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মাসুম ওই মার্কেটে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অবৈধভাবে মজুত করে রাখা কাবিখার দেড় হাজার কেজি চালের সন্ধান পাওয়া যায়।
বৃহস্পতিবার জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, উদ্ধারকৃত ৫০ বস্তা চাল পুলিশ হেফাজতে আছে। বস্তাগুলোর গায়ে খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম ও সিল রয়েছে।