মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় : খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলল বোয়াফ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

সম্প্রতি তিনি ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের যে সংখ্যা বলা হয় তা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন।

এ ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

সংগঠনটি বুধবার এক বিবৃতিতে খালেদা জিয়াকে ওই বক্তব্য প্রত্যাহার করে দেশবাসী ও প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

বোয়াফের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, মুক্তিযুদ্ধের সময় তথ্য সংগ্রহকারী সোভিয়েত বার্তা সংস্থা তাস, ইউএনআই ও ন্যাশনাল জিয়োগ্রাফিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখ বলে উল্লেখ করেছে। তারপরও স্বাধীনতার ৪৪ বছর পর বিএনপি নেত্রী এ ব্যাপারে সংশয় প্রকাশ করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছেন। যা সত্যিই দুঃখজনক এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ।

আরও খবর