কালীগঞ্জে জনহিতৈষী কল্যাণ সংগঠনের রজতজয়ন্তী
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের জনহিতৈষী কল্যাণ সংগঠনের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার ভাটাডাঙ্গা স্কুল মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ময়েনউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, সংগঠনের সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, সাবেক যুগ্ম সচিব প্রভাত কুমার দাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক আনোয়ারুল ইসলাম মন্টু, অধ্যাপক চন্ডিপদ সাহা প্রমুখ।
১৯৮৪ সালে উপজেলার রায়গ্রাম, নিয়ামতপুর ও মালিয়াট ইউনিয়নে শিক্ষার উন্নয়নে গ্র্যাজুয়েটদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।
দীর্ঘ পথ চলায় এই সংগঠন কয়েক শত শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তা দিয়ে ভূমিকা রেখেছে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৩০০।