রাষ্ট্রদ্রোহ মামলা : খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগামী ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা মহানগর আদালতের বিচারক রাশেদ তালুকদার ওই নির্দেশ দেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী সকালে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করেন।
আবেদনে বলা হয়, খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বলেন, আজকে বলা হয় এত লক্ষ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।
খালেদা জিয়া আরও বলেন, তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।