লাভে শীর্ষে ইসলামী ও জনতা : লোকসানে বেসিক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত বছর দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান দিয়েছে বেসিক ব্যাংক।
যার পরিমাণ ২৩৪ কোটি ৮২ লাখ টাকা।
আর সবচেয়ে বেশি লাভ করেছে ইসলামী ব্যাংক।
যার পরিমাণ এক হাজার ৮০৩ কোটি ৪৫ লাখ টাকা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছে জনতা ব্যাংক।
যার পরিমাণ এক হাজার ১৫২ কোটি ছয় লাখ টাকা।
সোমবার সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।