গাজীপুরে বই বাণিজ্য : আনন্দ কুমারকে টেকনাফে বদলি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে সরকারি বই বিতরণে টাকা আদায়ে অভিযুক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কুমার ভৌমিককে বদলি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত পত্রে তাকে গাজীপুর থেকে কক্সবাজারের টেকনাফে বদলি করা হয়।
আনন্দ কুমার মুন্সিগঞ্জ সদর থেকে গত বছরের ২৫ মে গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদান করেন।
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গুদাম থেকে বই বিতরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায় করা হয়।
গত ২৮ ডিসেম্বর টাকা না দেওয়ায় বই পায়নি কিছু প্রতিষ্ঠান। পরে বিক্ষোভ করেন শিক্ষকরা।
ওই শিক্ষা কর্মকর্তা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করে বাণিজ্য করেন বলে অভিযোগ ওঠে।
পরে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খন্দকার ইয়াসির আরেফিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।
কমিটি অভিযোগের সত্যতা পেয়ে তাকে গাজীপুর থেকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।