গাজীপুরে এসিড নিক্ষেপ করে যুবতী হত্যার দায়ে আবুলের যাবজ্জীবন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এসিড নিক্ষেপ করে যুবতী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামি হলেন মহানগরীর বাঘলবাড়ী এলাকার আবদুস সামাদের ছেলে আবুল হোসেন (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, বাঘলবাড়ীর মৃত আবদুল জলিলের মেয়ে শিউলি আক্তার (২৮) ২০০৭ সালের ১৩ নভেম্বর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হন।

ওই সময় প্রতিবেশী আবুল হোসেন তার ওপর এসিড নিক্ষেপ করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম দুজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবুল কাসেমকে খালাস দিয়েছেন আদালত।

আরও খবর