গাজীপুরে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতামূলক সভা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ও আইন সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর ভূরুলিয়াস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা এএসএম জহির উদ্দিন আকন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসিম আক্তার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. গোলাম হায়দার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা, বাপার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান প্রমুখ।

বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী নিধন না করতে সকলের প্রতি আহ্বান জানান।

আরও খবর