টঙ্গীতে চালের বস্তা বোঝাই ট্রাকে ‘আড়াই কেজি হেরোইন’
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী থেকে আড়াই কেজি হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
টঙ্গী পূর্ব থানার সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের লক্ষ্মীপুর জামাদারপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মোশারফ (২৬) ও লক্ষ্মীপুরের খান সাহেবপাড়া এলাকার রেজাউল খানের ছেলে তরিকুল (২৩)।
র্যাব-১-এর সহকারী পরিচালক মোর্শেদুল হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে গাজীপুর হয়ে ঢাকার উদ্দেশে একটি বড় চালান আসার খবর পেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
পরে বুধবার সন্ধ্যায় চালের বস্তা বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইন, তিনটি মোবাইল ফোন ও তিন হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, মোশারফ ট্রাকচালক ও তরিকুল তার সহযোগী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সাথে জড়িত।
মোশারফ ইতিপূর্বে ১২-১৪টি মাদকের চালান ঢাকাসহ আশপাশের জেলায় পাচার করেছেন। প্রতিটি চালানের জন্য তারা ২০-২৫ হাজার টাকা করে পেয়েছেন।