গাজীপুরে ডিসির নম্বর ক্লোন করে চাঁদা দাবি!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনুদানের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার জেলা প্রশাসন জনগণকে সচেতন করতে ফেসবুকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

একই সাথে এ ধরনের দাবি করলে তাৎক্ষণিক জেলা প্রশাসকের ই-মেইলে অথবা এনডিসিকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উল্লেখ করেন, এক শ্রেণির অসাধু চক্র বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে। ইতিমধ্যে দুজন তার কাছে অভিযোগ করেছেন।

তিনি আইনগত ব্যবস্থা নিতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

আরও খবর