গাজীপুরে অটোচালক হত্যায় যুবকের ফাঁসি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অটোচালককে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

নিহত জুলহাস মোল্লা (১৮) মহানগরীর হাতিয়াব দর্জিপাড়া এলাকার চুন্নু মোল্লার ছেলে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নাইম (২৬) মহানগরীর চতর এটিআই গেট এলাকার আবদুল গফুরের ছেলে।

একই সাথে তাকে ৩৭৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

অপর তিন আসামি চতর নয়াপাড়ার ইদ্রিস আলীর ছেলে রাব্বী, শিমুলতলীর ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে ফরহাদ ও চতর মৌবাগের মৃত রেজাউল করিম মৃধার ছেলে নীরবকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় সকল আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, জুলহাস কিস্তিতে ব্যাটারিচালিত অটো কিনে চালাতেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর হাতিয়াবরের নোয়াইলের টেকের গজারি বনে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অটোটি চুরি করে নরসিংদীতে নিয়ে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।

মামলাটি থানা ও ডিবি হয়ে সিআইডিতে ন্যস্ত হলে পরিদর্শক খোন্দকার জাহাঙ্গীর কবীর ২০১৬ সালে চার্জশিট দাখিল করেন।

আরও খবর