শ্রীপুরে মাঝির চেয়ে চালকের বেগ বেশি!
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত গাজীপুরের শ্রীপুরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রায় দুই যুগ ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন এই আলোচিত নেতা।
পটকা গ্রামের বাসিন্দা শামসুল আলম প্রধানের বিনয়ী বৈশিষ্ট্য তাকে জনগণের পছন্দের ব্যক্তিত্বে স্থান করে দেয়।
অতীতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকার পরও এবারই প্রথম তৃণমূল আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
রবিবারের নির্বাচনে শামসুল আলম প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল জলিল নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৮৮৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাহতাব উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ২৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশীদ বাদল পেয়েছেন ৩০ হাজার ১৯২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন্নাহার মেজবাহ পেয়েছেন ৬৫ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদা ইয়াসমিন পেয়েছেন ৪১ হাজার ২৬৯ ভোট।