গাজীপুরে কিশোরী হেফাজত কেন্দ্র থেকে পালাল ১৪ জন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজত কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ১৪ জনের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে তারা জানালার গ্রিল ভেঙে ওড়না দিয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যায়।

জিএমপির উপ-কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, ওই ১৪ জন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে ছিল। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে চার বাকপ্রতিবন্ধীসহ সাতজনকে আটক করেছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর কেন্দ্রটি থেকে ১৭ জন পালিয়েছিল। পরে ১২ জনকে উদ্ধার করা হয়।

আরও খবর